সুজলা-সুফলা,শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ।
১. বিএডিসি‘র ভিশনঃ কৃষি উপকরণ ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে কৃষি উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
২. মিশনঃ সারের বাফার ষ্টক সৃজন,গুনগত মানসম্পন্ন সার সরবরাহ,সারের গুনগত মান পরীক্ষার জন্য আধুনিক পরীক্ষাগার স্থাপন।
৩. ১৯৬১ সালে ৩২,০০০ মেঃ টন সার আমদানী ও বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু করে যা ১৯৯০ সালে দাড়ায় ২২লক্ষ মেঃ টন। পরবর্তীতে ১৯৯০ সালে সরকারী সিদ্ধান্তের আলোকে ১৯৯২ সাল হতে সার ব্যবস্থাপনা কার্যক্রম পুরাপুরি বেসরকারী খাতে ন্যাস্ত করা হয়।
৪. বেসরকারী খাতে অব্যবস্থাপনার কারনে ২০০৬-০৭ অর্থ সাল হতে পুনরায় বিএডিসিকে ননইউরিয়া সার আমদানি ও বিতরনের দায়িত্ব প্রদান করা হয়।
৫. ননইউরিয়া সার আমদানি ও বিতরন,সারের বাফারষ্টক রক্ষনাবেক্ষণ নিয়ন্ত্রন, গওঝ ও নীতিমালা প্রনয়নে সরকারকে তথ্য প্রদান, সার ডিলার উন্নয়ন ও প্রশিক্ষন প্রদান মূলক কাজ।
৬. আন্তঃরাষ্ট্রীয় চুক্তি আওতায় মরক্কো ও তিউনিশিয়া হতে টিএসপি, মরক্কো ও সৌদিআরব হতে ডিএপি এবং বেলারুশ,রাশিয়া ও কানাডা হতে এমওপি সার আমদানি করে থাকে।
৭. পাবনা অঞ্চলে মোট ১৪,৮০০ মেঃ টন ধারন ক্ষমতার ৮টি গুদাম ও ২টি বিক্রয়কেন্দ্র রয়েছে । বিএডিসি‘র ২৩২ ও বিসিআইসি‘র ২৩৯ সহ মোট ৪৭১ সার ডিলার রয়েছে।
৮. সরকার পাঁচদফা ননইউরিয়া সারের বিক্রয় মূল্য কমিয়ে কৃষকদের সূষম সার ব্যবহারের সুযোগ সৃষ্টি করায় ফসল উৎপাদন উল্লেখ্য যোগ্যহারে বেড়ে যায়।
৯. পাবনা অঞ্চলে বিগত পাঁচ (০৫) বছরে ৯৪,১৯৪.০৫০ মেঃ টন টিএসপি,১,১১,৭৩৪.৩৫০ মেঃ টন এমওপি ও ১,০৪,৯১৯.১০০ মেঃ টন ডিএপি সহ সর্বমোট ৩,১০,৮৪৬.৫০০ ননইউরিয়া সার বিতরণ করা হয়।
১০. টিএসপি সারে ৪৬% ফসফেট (চ২ ঙ৫) এমওপি সারে ৬০% পটাশ এবং ডিএপি সারে ৪৬% ফসফেট(চ২ ঙ৫) ও ১৮% আ্যামোনিয়ান ফসফেট আছে।
১১. চলতি ২০২০-২১ সালে ২০ ডিসেম্বর/২০২০ পর্যন্ত সর্বমোট অত্র অঞ্চলে ৭,৪৩২ মেঃ টন টিএসপি ৪,৭৫৭ মেঃ টন এমওপি ও ৫,৫১৯ মেঃ টন ডিএপি সারসহ মোট ১৭,৭০৮ মেঃ টন সার বিক্রয় হয়েছে।
১২. বর্তমানে পাবনা অঞ্চলের বিভিন্ন গুদামে ৩,৬৯৭.২৫০ মেঃ টন টিএসপি,২,০৮৯.৪০০ মেঃ টন এমওপি এবং ৫,৭৬৬.৮৫০ মেঃ টন ডিএপি সহ সর্বমোট ১১,৫৫৩.৫০০ মেঃ টন ননইউরিয়া সার মজুদ আছে।
১৩. পাবনা,সিরাজগঞ্জ অঞ্চলে সাতটি মৌজা ও উপজেলায় ১১.৬৭ একর জমি আছে।
১৪. গুদাম ব্যবস্থাপনা,দক্ষজনবল,মজুদ সুবিধা, মনিটরিং ব্যবস্থা-সুজলা সুফলা শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ গড়তে অতীব প্রয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS